Site icon Jamuna Television

বাড়িওয়ালার মাতাল ভাইয়ের আঘাতে প্রবীণ ভাড়াটিয়া নিহত

রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডে বাড়িওয়ালার মাতাল ভাইয়ের ইটের আঘাতে প্রাণ গেছে এক প্রবীণ ভাড়াটিয়ার। দুই ছেলে আর স্ত্রী বাধা দিতে গেলে আঘাত করা হয় তাদেরও। এসময় চিৎকার করে বাঁচানোর আকুতি জানালেও এগিয়ে আসেনি প্রতিবেশিরা। গেট খোলা নিয়ে এমন ঘটনায় বিস্মিত এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত জিকুকে আসামি করে হাতিরঝিল থানায় একটি মামলা হয়েছে।

প্রায় রাতেই মাতাল অবস্থায় বাসায় ফেরে বাড়ির মালিকের ছোটভাই কাজী জিকু। গেট খোলার জন্য প্রতিদিনই ডাকা হয় নিচতলার ভাড়াটিয়াদের। রাত ১টার দিকে গেট খুলতে সামান্য দেরি হওয়ায় ভাড়াটিয়া কামরুল ইসলাম ও তার দুই ছেলের সাথে কথা কাটাকাটি শুরু হয় তার। এক পর্যায়ে জিকু কামরুলের মাথায় ইট দিয়ে আঘাত করতে থাকে। একসময় মাটিতে লুটিয়ে পড়েন কামরুল। কামরুলের ছোট ছেলে আজিজুলের মাথায়ও আঘাত করে জিকু। গুরুতর আহত কামরুলকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারধরের চিৎকার আশপাশের বাসিন্দারা শুনলেও এগিয়ে আসেনি কেউ। সন্তানরা জানালেন, চোখের সামনে তাদের বাবাকে মেরে ফেলা হয়েছে। হাসপাতালে নেয়ার সময়ও পাননি কাউকে।

Exit mobile version