পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি মন্দিরের চারটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার (২৭ আগস্ট) রাতে বিজিপ ভূষণ মিস্ত্রি নামের এক ব্যক্তি বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ আগস্ট) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা উপজেলার কৈয়ারখাল গ্রামের মন্দিরের শীতলা, কালী, মনসা ও ঠাকুরঝি প্রতিমা ভেঙে ফেলে।
নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানান মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে এর সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।
/এস এন

