দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮০ জনের প্রাণহানি হয়েছে। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর করোনায় দৈনিক মৃতের সংখ্যা একশর নিচে নামলো। এর আগে গত ২৪ জুন করোনায় ৮১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৫ হাজার ৯২৬ জনের। করোনা শনাক্তের হার ১৩.৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯টি।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৮৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ৮০ জনের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৩৯ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

