Site icon Jamuna Television

বিদেশে যেতে চাইলে খালেদা জিয়াকে কারাগারে আবেদন করতে হবে: আইনমন্ত্রী

চিকিৎসার জন্য বিদেশে যেতে চাইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে গিয়ে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজারে রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআইয়ের এক কর্মশালায় যোগ দিয়ে এসব একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, যে আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করা হয়েছে, সেটিতে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার কোনো সুযোগ নেই। তবে বিএনপি নেত্রী বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চাইলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাকে নতুন করে কারাগারে গিয়ে আবেদন করতে হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা বাড়ানোর বিষয়েও কথা বলেন মন্ত্রী। মন্ত্রী জানান, ১৫ সেপ্টেম্বরের আগে মামলার বিষয় উল্লেখ করে দ্বৈত বেঞ্চ গঠন করা হবে আর ২০ অক্টোবরের পর শুনানির দিন ঠিক করা হবে বলেও জানান তিনি।

Exit mobile version