Site icon Jamuna Television

সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে জাপানের সাড়ে ছয় লাখ ডোজ টিকা

কোভ্যাক্সের আওতায় জাপানের প্রতিশ্রুত অক্সফোর্ডের টিকার শেষ অংশ ৬ লক্ষ ৩৪ হাজার ৯০০ ডোজ টিকা আজ সন্ধ্যায় সাতটার কিছু পরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এমন তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২১ আগস্ট জাপান থেকে আরও ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং চলতি মাসের ২ তারিখ আসে উপহা‌রের আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা।

Exit mobile version