Site icon Jamuna Television

বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই, আছে শুধু সন্ত্রাসী বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সাভার প্রতিনিধি:

বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই শুধু আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী। সাভারের আশুলিয়ায় এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ সময় আরও বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।

তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু, তাদের এখন আর কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই। তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে সেই দেশে ক্ষমতায় এসেছে। বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই।

এই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এস এন

Exit mobile version