Site icon Jamuna Television

নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বললো তালেবান

আফগান নারী স্বাস্থ্যকর্মী। ছবি: সংগৃহীত।

এবার স্বাস্থ্যসেবার সাথে যুক্ত নারী কর্মীদের কাজে ফেরার জন্য বলেছে তালেবান। শুক্রবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে তালেবান নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে, আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেয় তালেবান। তারা জানায়, কাজে আসতে হবে না ঘরে থেকেই বেতন পাবেন আফগানিস্তানের কর্মজীবী নারীরা।

নতুন করে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য শাখা স্বাস্থ্য সেবার সাথে যুক্ত নারী কর্মচারীদের কাজে যোগ দেয়ার আদেশ দিচ্ছে। তাদের কাজ কোনো বাধার সম্মুখীন হতে হবে না।

ওই বিবৃতিতে তিনি আরও জানানো হয়েছে, নারীরা তাদের দায়িত্ব পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না।

ক্ষমতা দখলের পর থেকেই সবকিছু স্বাভাবিক করতে চাইছে তালেবান। এরই ধারবাহিকতায় এমন ঘোষণা দেয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এস এন

Exit mobile version