Site icon Jamuna Television

মেহেরপুরে বিএনপির মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে শহরের বোষ পাড়া বিএনপির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপির নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

Exit mobile version