Site icon Jamuna Television

আজ মেট্রোরেলের পরীক্ষামূলক উদ্বোধন

আজ মেট্রোরেলের পরীক্ষামূলক উদ্বোধন

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত মেট্রো রেলের ‘ট্রায়াল রান’। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১০টায় মেট্রো রেলের পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করবেন।

গত শুক্রবার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত পথে ছয়টি বগি নিয়ে কয়েক ঘণ্টা ট্রেন চালিয়ে দেখা হয়। তখন এই এলাকার মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখেছে সেই দৃশ্য। সবারই চোখে ছিল আরেক স্বপ্ন পূরণের পরিতৃপ্তি।

আনুষ্ঠানিক মেট্রোরেলের উদ্বোধনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণার আগে প্রকল্পের কাজ ধাপে ধাপে শেষ করতে চায় বলে জানিয়েছে বাস্তবায়নকারি সংস্থা ডিএমটিসিএল।

এনএনআর/

Exit mobile version