Site icon Jamuna Television

কষ্টের জয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় দানি কারবাহাল লম্বা সময়ের ইনজুরি কাটিয়ে শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে রিয়াল বেটিসের বিপক্ষে মাঠে নামেন। এবং ইনজুরি থেকে ফিরেই তার করা একমাত্র গোলে জিতলো লস ব্লাঙ্কোসরা। শনিবার রিয়াল বেটিসের মাঠে ১-০ গোলের জয় পেয়েছে আনচেলত্তি শিষ্যরা।

সবশেষ ম্যাচে লেভান্তের সঙ্গে ড্রয়ের হতাশা কাটিয়ে এদিন মাঠে নামে লস ব্লাঙ্কোসরা। তবে ঘরের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণেও সমান পরীক্ষা নিয়েছে বেটিস। রিয়ালের মাত্র ৩টি শট লক্ষ্যে থাকলেও বেটিস নিয়েছে ছ’টি। যদিও ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল গ্যালাক্টিকোদের। তবে বেনজেমার লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট হয় সে সুযোগ। বিরতির পর অফসাইডে বাতিল হয় বেনজেমার করা গোল। তবে ৬০ মিনিটে দানি কারভাহালের গোলে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

এই জয়ে তিন রাউন্ড শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি।

Exit mobile version