Site icon Jamuna Television

যুক্তরাজ্যের পথে মাঝ আকাশে আফগান শিশুর জন্ম

যুক্তরাজ্যের পথে মাঝ আকাশে আফগান শিশুর জন্ম

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে যাবার পথে বিমানেই সন্তান জন্ম হলো এক আফগান শিশুর। শনিবার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয় এ ঘটনা।

সোমান নুরি নামের ২৬ বছর বয়সী এক নারী জন্ম দেন শিশুটির। ৩৩ হাজার ফুট উচ্চতায় জন্ম নেয়া শিশু আর তার মা দু’জনেই সুস্থ আছেন।

কাবুল বিমানবন্দর থেকে আরও হাজারো আফগান নাগরিকের সাথে সরিয়ে নেয়া হয় সোমান নুরি ও তার পরিবারকেও। দুবাইয়ে যাত্রাবিরতির পর বার্মিংহামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তাদের বিমান। তখনই অসুস্থ হয়ে পড়েন নুরি। ফ্লাইটটিতে কোনো চিকিৎসক না থাকায় এগিয়ে আসেন বিমানবালারা। নিরাপদেই জন্ম হয় শিশুর। নাম রাখা হয় হাভা, আফগানিস্তানের দারি ভাষায় যার অর্থ বাতাস।

এনএনআর/

Exit mobile version