Site icon Jamuna Television

এসকে সিনহাসহ ১১ জনের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ, ৬ সেপ্টেম্বর নথি উপস্থাপন

ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের আত্নপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে।

রোববারের (২৯ আগস্ট) এই শুনানিতে আসামিপক্ষের নথি উপস্থাপনের জন্য আগামী ৬ই সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

এর আগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে গত ২৪ আগস্ট।

সাবেক বিচারপতি এসকে সিনহা ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন ফারমার্স (বর্তমান পদ্মা) ব্যাংকের সাবেক এমডি একেএম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের মো. শাহজাহান, নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।

এই মামলায় এস কে সিনহা, সাফিউদ্দিন আসকারী, রনজিৎ চন্দ্র সাহা ও সান্ত্রী রায় পলাতক রয়েছেন। এছাড়া এজাহারভুক্ত আসামি মো. জিয়াউদ্দিন আহমেদ মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৯ সালে ফারমার্স ব্যাংক থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন।

Exit mobile version