Site icon Jamuna Television

ওমানের মুদ্রার লোভ দেখিয়ে প্রতারণা, গ্রেফতার ২

ওমানের মুদ্রা নিয়ে অভিনব পন্থায় প্রতারণার ঘটনায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই। রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পিবিআইয়ের ঢাকা জেলা পুলিশ সুপার খোরশেদ আলম জানিয়েছেন, চক্রটি ২টি দলে বিভক্ত। একটি দল ব্যাংকের সামনে ওঁৎ পেতে থেকে যারা ব্যাংক থেকে টাকা উঠায় তাদের টার্গেট করে। আরেকটি দল লোভ দেখিয়ে ওমানি মুদ্রার ভুয়া মূল্য দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। চক্রটি ২ বছর ধরে এই প্রতারণা করে আসছে বলে জানিয়েছেন তিনি।

মাসে অন্তত এক কোটি টাকা করে প্রতারণা করতো বলে প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে স্বীকার করেছে তারা। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহার করা সিএনজি, এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

চক্রে আরও সদস্য রয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পিবিআই।

Exit mobile version