Site icon Jamuna Television

বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

বাংলাদেশ-ভারত সীমান্ত। প্রতীকী ছবি।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত দুই বাংলাদেশি নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী সীমান্ত সূত্র জানায়, রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের তিন ও চার নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশি সাত থেকে আটজনের গরু পারাপারকারী একটি দল গরু আনতে যায়। ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কাঁটাতারের বেড়া অতিক্রম করে গরু পারপারের সময় ভারতীয় ১৪০ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়ন এবং জলপাইগুড়ি সেক্টরের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ইউনুছ আলী (২৭) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার সাগর চন্দ্র (৩৮), নিহত হয়। নিহতদের লাশ ভারতের চ্যাংরাবান্দা এলাকার শ্মশানঘাট এলাকায় ভোর থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত পড়ে থাকে। এরপর ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে যায়।

৬১ ব্যাটালিয়নের বুড়িমারী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন বলেন, দুই জন নিহতের কথা শুনেছি। সঠিক ঘটনা জানতে বুড়িমারী জিরো পয়েন্টে পতাকা বৈঠকের আয়োজন চলছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। বিএসএফ বেওয়ারিশ লাশ হিসেবে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে।

/এস এন

Exit mobile version