Site icon Jamuna Television

কাবুল বিমানবন্দরে আজ আবার হতে পারে হামলা

কাবুল বিমানবন্দর এলাকায় ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আবারও হামলার শঙ্কা প্রকাশ করলো যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জরুরি সতর্কতা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনে রাখা সংবাদ বিবৃতিতে তিনি জানান, আবারও কাবুলে ঘটানো হবে জোরালো বিস্ফোরণ। সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য হুমকি থাকায় এরইমধ্যে সতর্কতা জারি করেছে দেশটিতে সক্রিয় মার্কিন দূতাবাস।

সম্ভাব্য হামলার লক্ষ্য হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর, এর প্রবেশ পথ এবং চারপাশের এলাকা।

এর আগে গত বৃহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে দুই দফা বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করে আইএস। ঐ হামলায় প্রাণ যায় ১৩ মার্কিন সেনা, ২৮ তালেবান সদস্যসহ ১৭০ জনের। তালেবানের দাবি, অভিযান চালিয়ে হামলার পরিকল্পনার সাথে জড়িত দুই আইএস সদস্যকে হত্যা করা হয়েছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি।

Exit mobile version