Site icon Jamuna Television

সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিরিয়ার উপকূলবর্তী শহর লাতাকিয়ায় রাশিয়ান একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ২৬ যাত্রী ও ৬ ক্রু মারা গেছেন বলে বিবিসি জানিয়েছে।

সামরিক কার্গোটি খেমিমিম নামক এলাকায় রাশিয়ান বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তারা ঘটনার কারণ তদন্ত করছেন।

তবে প্রাথমিক পর্যায়ে রাশিয়ান সেনা কর্মকর্তারা যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন। রানওয়ে থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে বিমানটি বিধ্বস্ত হয়।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দুই বছর আগে সিরিয়ায় সামরিক উপস্থিতি শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিদ্রোহী গ্রুপগুলোর ওপর নিয়মিত বোমা বর্ষণ করে আসছে রুশ বিমান বাহিনী। জাতিসংঘ বলছে, এসব বোমায় প্রতিনিয়ত অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।

Exit mobile version