Site icon Jamuna Television

টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার (২৯ আগস্ট) সকালে টঙ্গীর হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত কয়েক মাস যাবত একটি চক্র গাঁজার চালান পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আখাউড়া দিয়ে গাজীপুরে নিয়ে আসতো। এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে একটি গাড়ির গতিপথ অনুসরণ করে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে গাড়িটি চেক করলে বিশ কেজি গাঁজা ও তিন মাদক ব্যবসায়ীসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বিকেল ৪টার দিকে তাদের গাজীপুর জেল কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীকে এর আগেও একাধিকবার গাঁজাসহ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

ইউএইচ/

Exit mobile version