
কাবুল বিমানবন্দরের কাছেই একটি আবাসিক ভবনে রকেট হামলা চালানো হয়েছে। এতে বহু হতাহাতের আশঙ্কা করা হচ্ছে।
রোববার (২৯ আগস্ট) রয়টার্সের একটি খবরে বলা হয়েছে, কাবুল বিমানবন্দরের কাছেই একটি বাড়ি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কাবুল বিমানবন্দর বা এর আশেপাশে আবারও হামলা হতে পারে জানিয়েছেলেন। তিনি বলেছিলেন, আজকে দিনের মধ্যেই হতে পারে এই হামলা। কার্যত তাই হয়েছে কিনা তা খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা।
এর আগে গত বৃহস্পতিবার কাবুল এয়ারপোর্টের বাইরে দুই দফা বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করে আইএস। ঐ হামলায় প্রাণ যায় ১৩ মার্কিন সেনা, ২৮ তালেবান সদস্যসহ ১৭০ জনের। তালেবানের দাবি, অভিযান চালিয়ে হামলার পরিকল্পনার সাথে জড়িত দুই আইএস সদস্যকে হত্যা করা হয়েছে। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি।



Leave a reply