Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি: মৃত্যু বেড়ে ২৩

ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার ট্রলার ডুবির ঘটনায় জামিলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মৃত জামিলা সদর উপজেলার সাদেকপুর গ্রামের শহিদ মিয়ার স্ত্রী। জামিলা বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসর সময় লইস্কা বিলে ট্রলার ডুবে সেদিন মারা যায়। তবে আজ সরকারিভাবে জামিলার নামের তালিকা প্রকাশ পায়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, জামিলা বেগমের পরিবার আজ ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তালিকায় তুললে আমরা নাম জানতে পারি।

ইউএইচ/

Exit mobile version