Site icon Jamuna Television

অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে ঝলসে দিল স্বামী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্বা স্ত্রী সোনিয়াকে (২২) আগুনে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী জাহাঙ্গীর। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর পালাতক রয়েছে। এদিকে সোনিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

সোনিয়ার নানা আব্দুর রউফ জানান, ২০১৪ সালে রুপনাই ছোন ভিটা এলাকার দিনমুজুর আব্দুল খালেকের মেয়ে সোনিয়ার সাথে খামারগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে জাহাঙ্গীরের প্রায়ই স্ত্রীকে মারপিট করতো।

আজ মঙ্গলবার দুপুরে সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় জাহাঙ্গীর। সোনিয়ার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে যান। তার সোনিয়ার মুখ, হাত, পা সহ শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন পালাতক রয়েছেন।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, সোনিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি স্বামী জাহাঙ্গীরসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Exit mobile version