Site icon Jamuna Television

চুরি হয়েছে টম ক্রুজের গাড়ি ও লাগেজ

হলিউড সুপারস্টার টম ক্রুজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বার্মিংহামে চুরি হয়েছে টম ক্রুজের গাড়ি ও লাগেজ। হলিউডের এই সুপারস্টার তখন ব্যস্ত ছিলেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মিশন ইম্পসিবল সেভেন’ এর শুটিংয়ে। ব্যক্তিগত দেহরক্ষী থাকার পরও কীভাবে গাড়ি ও লাগেজ চুরি হলো এ নিয়ে ক্ষেপেছেন ক্রুজ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, শুটিং চলছিল বার্মিংহামের একটি শপিং সেন্টারের সামনে। অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েলের সাথে শুটিং করছিলেন টম ক্রুজ এবং তার বিএমডব্লিউ এক্স-৭ মডেলের অত্যাধুনিক প্রযুক্তির গাড়িটি দাঁড় করানো ছিল বার্মিংহাম চার্চ স্ট্রিটের বিখ্যাত গ্র্যান্ড হোটেলের পাশে। গাড়ির বেশ কাছেই নাকি ছিলেন ক্রুজের দেহরক্ষী। তাই হলিউড তারকা বুঝতে পারছেন না, তার গাড়ির নিরাপত্তা ব্যবস্থা ও দেহরক্ষী কেন কোনো কাজেই এলো না।

টম ক্রুজের চুরি হওয়া গাড়ি।
ছবি: সংগৃহীত

তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া গাড়ির লোকেশন খুঁজে গাড়িটি উদ্ধারে সমর্থ হয়। তবে গাড়িতে থাকা টম ক্রুজের লাগেজ এবং অন্যান্য বেশ কিছু জিনিসই আর পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ একটি ট্যাবলয়েড। জানা গেছে, লাগেজে ছিল কয়েক হাজার পাউন্ড।

Exit mobile version