Site icon Jamuna Television

সিংহের কবল থেকে খালি হাতেই সন্তানকে বাঁচালেন মা

লস অ্যাঞ্জেলেসের পার্বত্য সিংহ। ছবি: সংগৃহীত

৫ বছরের সন্তানকে সিংহের কবল থেকে খালি হাতে লড়াই করে বাঁচালেন মা। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্যাঞ্চলে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ৫ বছর বয়সী ছেলেটি বাড়ির সামনে খেলছিল আর তার মা কাজ করছিলেন বাড়ির ভেতরে। হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখতে পান, একটি পার্বত্য সিংহ তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। শিশুটির মা খালি হাতেই সিংহটিকে রুখে দেয়ার চেষ্টা করেন। তার একের পর এক ঘুষিতে এক সময় সিংহটি শিশুটিকে ছেড়ে দেয়।

এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা। খবর দেয়া হয় বন্যপ্রাণী বিভাগকে।

মৎস ও বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক ফয় জানিয়েছেন, ৬৫ পাউন্ড ওজনের সিংহটিকে গুলি করে মারা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় প্রকৃত হিরো হচ্ছেন বাচ্চাটির মা, যিনি খালি হাতেই রক্ষা করেছেন তার সন্তানকে।

সিংহের আক্রমণে ছেলেটি মাথা ও শরীরের উপরের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন ফয়। ছেলেটি বর্তমানে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি রয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

Exit mobile version