Site icon Jamuna Television

দেশে পৌঁছেছে সশস্ত্র বাহিনীকে দেয়া সিনোফার্মের তিন লাখ ডোজ করোনা টিকা

দেশে পৌঁছেছে সশস্ত্র বাহিনীকে দেয়া সিনোফার্মের তিন লাখ ডোজ করোনা টিকা

ছবি: সংগৃহীত

চীন থেকে করোনাভাইরাসের তিন লাখ ডোজ টিকা ও মেডিকেল সরঞ্জাম নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ বিমান বাহিনীর (সি-১৩০ জে) একটি পরিবহন বিমান।

রোববার কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করে বিমানটি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে চীনের পিপলস লিবারেশন আর্মির সামরিক কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে সিনোফার্মের এই টিকা ও মেডিকেল সরঞ্জাম শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে।

করোনার টিকা ও মেডিকেল সরঞ্জাম আনতে শনিবার বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু চীন যান। দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন উইং কমান্ডার মো. হাবিবুর রহমান।

এনএনআর/

Exit mobile version