Site icon Jamuna Television

টানা ৩ দিন ট্রেকিংয়ের পর পাহাড়ের চূড়ায়, তারপর বিয়ে! (ভিডিও)

টানা ৩ দিন ট্রেকিংয়ের পর পাহাড়ের চূড়ায়, তারপর বিয়ে!

ছবি: সংগৃহীত

পাহাড়ের চূড়ায় বিয়ে! দিনটি স্মরণীয় করে রাখতে এমনই কাণ্ড করলেন বলিভিয়ার এক দম্পতি।

বরাবরই প্রকৃতিপ্রেমী আর রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত জনি পাচেকো আর হেইদি পাকো। বিয়ের জন্য আন্দিজ পর্বতমালার করডিলেরা পাহাড়কে বেছে নেন তারা। দেশটির পশ্চিমাঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়টি আইমারা জনগোষ্ঠীর সাহিত্য-সংস্কৃতি আর ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক। রাজধানী লাপাজ থেকে রওয়ানা দিয়ে টানা ৩ দিন ট্রেকিংয়ের পর, তারা পৌঁছান পর্বত চূড়ায়।

এসময় তাদের সাথে ছিলেন প্রকৃতিপ্রেমী আরও কয়েকজন বন্ধু। ২১ হাজার ১২৫ ফুট উচ্চতায় বিয়ের মন্ত্র উচ্চারণ করেন তারা।

এনএনআর/

Exit mobile version