Site icon Jamuna Television

হারিকেন ইদা’র তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো

হারিকেন ইদা'র তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো

ছবি: সংগৃহীত

প্রলয়ঙ্কারী হারিকেন- ইদা’র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। বিদ্যুৎহীন সেখানকার ৫ লাখের বেশি বাসিন্দা।

বর্তমানে লুইজিয়ানায় অবস্থান করছে ঝড়টি; বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৪০ কিলোমিটার। মেক্সিকো উপকূল থেকে শক্তি অর্জনের মাধ্যমে ‘ক্যাটাগরি- ফোর’ হারিকেনে রূপ নেয়- ইদা।

স্থানীয় সময় রোববার ভোরে সেটি আছড়ে পড়ে মার্কিন ভূখণ্ডে। ঝড়ের প্রভাবে নিউ অরলিন্সে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির; হচ্ছে ভূমিধসও। কোথাও কোথাও নদীগুলোর পানির উচ্চতা ১৬ ফুট পর্যন্ত বৃদ্ধি পাবার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে স্থগিত ৪৫টির মতো ফ্লাইটের চলাচল। শনিবারই তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট।

শক্তিশালী হারিকেন- ক্যাটরিনা’র তাণ্ডবের ১৬ বছর পর যুক্তরাষ্ট্রে আঘাত হানলো ইদা। সেসময় প্রাণ হারান দু’হাজারের কাছাকাছি মানুষ।

এনএনআর/

Exit mobile version