Site icon Jamuna Television

১২ ঊর্ধ্ব শিশুদের বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি দিলো ইসরায়েল

ইসরায়েল ১২ বছরের বেশি বয়েসী শিশুদের বুস্টার ডোজ প্রয়োগের অনুমোদন দিয়েছে।

বারো বছরের বেশি বয়স্ক শিশুদের ক্ষেত্রে করোনার বুস্টার ডোজ প্রয়োগের অনুমতি দিলো ইসরায়েল। গতকাল রোববার (২৯ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসে বুস্টার ডোজ সংক্রান্ত ঘোষণাটি।

বিবৃতিতে জানানো হয়, ফাইজার-বায়ো এনটেকের ভ্যাকসিনের কার্যকারিতা ৬ মাস পরই কমতে থাকে। আর, ডেল্টা ভ্যারিয়েন্টকেও পুরোপুরি রুখতে পারছে না টিকাটি। এ কারণেই ইসরায়েলে বাধ্যতামূলক করা হয়েছে তৃতীয় ডোজ গ্রহণ।

ইসরায়েলি চিকিৎসকদের দাবি, বুস্টার ডোজের মাধ্যমে সাধারণ মানুষের তুলনায় ১০ গুণ বেশি সুরক্ষিত থাকবেন টিকা গ্রহীতারা। দ্বিতীয় ডোজ নেয়ার পাঁচ মাস পর, বুস্টার ডোজ নিতে পারবেন সবাই। এখন পর্যন্ত ইসরায়েলের ২০ লাখ বাসিন্দা এসেছেন এ টিকাদান কর্মসূচির আওতায়। প্রথমে প্রবীণ, ঝুঁকিপূর্ণ আর ফ্রন্টলাইনার্সদের জন্য বুস্টার ডোজ উন্মুক্ত করা হলেও ধীরে ধীরে কমানো হয়েছে বয়সসীমা।

/এসএইচ

Exit mobile version