Site icon Jamuna Television

রাশিয়ায় ৪ ইঞ্চি হিল পরে দৌড়ালেন নারী-পুরুষরা (ভিডিও)

রাশিয়ায় ৪ ইঞ্চি হিল পরে দৌড়ালেন নারী-পুরুষরা!

ছবি: সংগৃহীত

হাইহিল পরে দৌড়! শনিবার এমনই মজার আয়োজনে মাতলো রাশিয়ার কাজান শহরের বাসিন্দারা।

প্রতিবছরই হয় প্রতিযোগিতাটি। তবে এবারই নারীদের পাশাপাশি প্রথমবার দৌঁড়ে অংশ নেন পুরুষরা। অংশগ্রহণকারীদের জন্য থাকে কিছু নিয়ম। পড়তে হবে কমপক্ষে ৪ ইঞ্চি উঁচু জুতা।

তবে মাঝপথে আছাড় খেয়ে পড়লেও, থাকে ফের দৌঁড়ানোর সুযোগ। জরুরি চিকিৎসা সেবা দেন আয়োজকরাই। বিজয়ীর জন্য পদক ছাড়াও ছিলো আকর্ষণীয় পুরস্কার।

এনএনআর/

Exit mobile version