Site icon Jamuna Television

পাক-আফগান সীমান্তে গুলি বিনিময়, নিহত ২ পাকিস্তানি সেনা

পাকিস্তানের ২ সীমান্তরক্ষী নিহত হয়েছে আফগানিস্তান থেকে চালানো হামলায়।

পাক-আফগান সীমান্তে গোলাগুলিতে ২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীদের গুলিতে তারা নিহত হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের সেনা সদর।

এতে বলা হয়, খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলায় এই ঘটনা ঘটে। আফগান সীমান্তের ওপার থেকে হামলাকারীরা গুলি করে। নিরাপত্তা চেকপোস্ট লক্ষ্য করে চালানো এই হামলায় ২ জন নিহত ও তিনজন আহত হয়।

এসময় পাল্টা জবাব দেয় পাকিস্তানী সীমান্তরক্ষী বাহিনীও। তাদের গুলিতে তিন হামলাকারীর মৃত্যু হয় বলে জানা গেছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর এই প্রথম আফগানিস্তান থেকে পাকিস্তানে হামলা করা হলো।

/এসএইচ

Exit mobile version