Site icon Jamuna Television

অধিকাংশ গুমের কারণ রাজনৈতিক ইস্যু: ‘মায়ের ডাক’ সংগঠন

অধিকাংশ গুমের কারণ রাজনৈতিক ইস্যু এবং এর দায় সরকারকে নিতে হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনায় এমন অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা।

সোমবার (৩০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন।

আলোচনা সভায় ভুক্তভোগীরা দাবি করেন, নিখোঁজদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিন। এসময় কান্নায় ভেঙে পড়েন তারা। কেউ কেউ অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা অপব্যবহার করে গুম করা হয়েছে তাদের স্বজনদের। রাজনীতি না করে গুম নিখোঁজ হওয়াদের দ্রুত ফেরত চান তারা।

Exit mobile version