Site icon Jamuna Television

ভারতের বিরুদ্ধে দাপুটে জয়ে মিশন শুরু করল শ্রীলঙ্কা

দাপুটে জয়ে নিদাহাস ট্রফি ধরে রাখার মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার কলম্বোতে উদ্বোধনী ম্যাচে আসরের ফেভারিট ভারতকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

টসে হেরে শিখর ধাওয়ানের ৯০ রানের টর্নেডো ইনিংসে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৪ রান তুলে ভারত। থিসারা পেরেরার দৃঢ়তায় ৯ বল আর ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে লঙ্কানরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই রোহিত শর্মা আর সুরেশ রাইনাকে হারায় ভারত। তৃতীয় উইকেটে মনিষ পান্ডেকে সঙ্গে নিয়ে ১০৫ রান যোগ করেন আরেক ওপেনার শিখর ধাওয়ান। মনিষ পান্ডের ব্যাট থেকে আসে ৩৭।

তবে ৪৯ বলে ৯০ রানের টর্নেডো ইনিংস খেলেন শিখর ধাওয়ান। ৬ বাউন্ডারি আর ৬ ছক্কায় সাজানো ছিলো তার ইনিংস। আর রিশব পান্ট যোগ করেন ২৩ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলংকারও। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুসল মেন্ডিসকে হারায় শ্রীলঙ্কা। ১৯ রানে তুষ্ট থেকে আউট হন দানুশকা গুনাথিলাকা। তবে, ক্রিজের একপ্রান্ত আগলে রেখে ৩৭ বলে ৬৬ রান যোগ করেন কুশল পেরেরা। আর শেষ দিকে ১০ বলে ২২ রান তুলে দলের জয় নিশ্চিত করেন থিসারা পেরেরা।

বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৭৪/৪ রান (ধাওয়ান ৯০, পান্ডিয়া ৩৭)।

শ্রীলংকা: ১৮.৩ ওভারে ১৭৫/৫ (কুলশ পেরেরা ৬৬, পেরেরা ২২*)।

ফল: শ্রীলংকা ৫ উইকেটে জয়ী

যমুনা অনলাইন:আরএম

Exit mobile version