Site icon Jamuna Television

আজ আসছে না ফাইজারের ১০ লাখ টিকা

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় আরও ১০ লাখ ডোজ ফাইজারের টিকা সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় আসার কথা থাকলেও টিকাগুলো আজকের পরিবর্তে আগামী বুধবার (১ সেপ্টেম্বর) আসবে। তবে অপরিবর্তিত থাকবে টিকা বহনকারী কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটি, ওই ফ্লাইটেই আসবে টিকাগুলো।

সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাত ২টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইটে চীন থেকে সিনোফার্মের আরও ২০ লক্ষ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। তবে সিনোফার্মের টিকার চালানাও নির্ধারিত সময়ে আসবে কি না তা নিশ্চিত করে জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা।

Exit mobile version