Site icon Jamuna Television

রাজশাহীতে হাত-পা-মুখ বাঁধা ২ লাশ উদ্ধার

রাজশাহীতে হাত-পা-মুখ বাঁধা ২ লাশ উদ্ধার

রাজশাহীতে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোদাগাড়ীর পুলিশ জানান, নিহত মাসুদ পেশায় একজন মৎস্য চাষী। গত রাতে মাসুদ ও তার সহকারী মাছ ধরতে যান। সেখানে মাছ চুরির সংঘবদ্ধ চোর চক্র তাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এমন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

অপরদিকে নগর পুলিশ জানিয়েছে, নগরীর নওদাপাড়া বাজারের একটি অটোরিক্সা গ্যারেজে এক বৃদ্ধ নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, রোববার রাতে দুর্বৃত্তরা চুরি করতে এসে আনিসুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এনএনআর/

Exit mobile version