Site icon Jamuna Television

চার দিন বয়সী ঈশানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত, পাশে ছিলেন যশ

নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন যশ ও নুসরাত । ছবি: সংগৃহীত

নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন যশ। পাশে মা নুসরাত জাহান। গাড়িতে উঠে ঈশানকে তার মায়ের কোলে দিলেন। যশ নিজেই গাড়ি চালিয়ে নবজাতক ও তার মাকে বাড়ি নিয়ে গেলেন। গাড়িতে ওঠার সময় উপস্থিত ভক্তদের অভিবাদন জানালেন নুসরাত।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন নুসরাত জাহান।

হাসপাতালের বাইরে রাখা কালো কাচের গাড়িতে উঠে গেলেন নুসরাত। যশের কোলেই ছিল নুসরাতের পুত্র ঈশান। মা এবং ছেলের স্বাস্থ্যপরীক্ষা শেষে সোমবার সকালেই নুসরাতকে হাসপাতাল থেকে ছাড়ার যাবতীয় কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইনকে শিশু চিকিৎসক শান্তনু রায় জানান, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ বাকি পরীক্ষার ফল ঠিক এলেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে। জন্মের পর থেকেই শিশুকে স্তন্যপান করাচ্ছেন নুসরাত। জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি।

হাসপাতাল সূত্রে খবর, ছেলেকে নার্সারিতে রাখতে দেননি নুসরাত। জন্মের পর থেকেই তাকে নিজের কাছে নিজের বিছানায় রেখেছিলেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version