Site icon Jamuna Television

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রউফ হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, রউফ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশের জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ভোর রাতে পটকা ভাঙার হাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা গুলি চালালে পুলিশও পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় রউফ। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় আহত হয় ৩ পুলিশ সদস্য। রউফের বিরুদ্ধে ডাকাতি’সহ ১৬/১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে।

Exit mobile version