Site icon Jamuna Television

রান্নাঘরের ধোঁয়া যাওয়ায় প্রতিপক্ষের হামলা, নারী নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে রান্নাঘরের ধোঁয়া যাওয়া ও পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খাদিজা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে গ্রেফতারের পর সোমবার (৩০ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।

এর আগে, রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ভিটি মালদা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম (৫০) ওই গ্রামের মুক্তার বেপারীর স্ত্রী। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ হত্যার ঘটনায় আটককৃতরা হলেন, রমজান আলী, আল-ইসলাম, বকুল বেগম, অভি ছৈয়াল ও আনোয়ার ছৈয়াল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিটি মালদা গ্রামের মুক্তার বেপারীর সাথে প্রতিবেশী রমজান বেপারী গংদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধ থাকায় রান্নাঘরের ধোঁয়া যাওয়া নিয়ে রবিবার সন্ধ্যায় মুক্তার বেপারীর বাড়িতে হামলা চালায় রমজানসহ আলি ইসলাম, আনোয়ার, অভি, বকুল বেগমসহ কয়েকজন। এ সময় রমজান প্রথমে মুক্তার বেপারীর স্ত্রী খাদিজাকে বাঁশ দিয়ে পেটায়। পরে খাদিজা বেগম এর পেটে লাথি মারলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) রাসেদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ছয় জনকে আসামি করে রবিবার রাতে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় মূল পাঁচ আসামিকে আটক করা হয়েছে, অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে।

/এস এন

Exit mobile version