Site icon Jamuna Television

নড়াইলে বাস চালক হত্যা; আ’লীগ নেতাকে প্রধান আসামি করে মামলা

মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা পলাশ মোল্যা।

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বাস চালক লিয়াকত সিকদার (৫২) হত্যার ঘটনায় আউড়িয়া ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পলাশ মোল্যাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নিহতের স্ত্রী ১৭ জনের নাম উল্লেখ করে এবং তিন থেকে চারজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে সদর থানায় এ হত্যা মামলা করেন।

মামলার বাদি নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

জানা গেছে, গত শনিবার (২৮ আগস্ট) রাত আটটার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের পাশে নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকা থেকে লিয়াকতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে লাশ যেখানে পড়ে ছিল সেখানে কোনো রক্তের চিহ্ন ছিল না। অন্য কোথাও হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রাখা হয়। ঘটনার এক ঘন্টা আগে লিয়াকত বাড়ি থেকে এক মাইল দূরে নাকসি বাজারে স্থানীয় ১০ থেকে ১২ জনকে সাথে নিয়ে চা খাচ্ছিলেন।

নড়াইল সদর থানার ওসি শওকত কবির জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। যেকোনো প্রকার সহিংসতা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এ ব্যাপারে আউড়িয়া ইউপি চেয়ারম্যান ও তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশ মোল্যার সাথে কথা বলার জন্য তার দুইটি নম্বরে ফোন করলে সেগুলো বন্ধ পাওয়া যায়।

/এস এন

Exit mobile version