Site icon Jamuna Television

ক্যান্সারে আক্রান্ত বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ

ছবি: সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আইসিসির প্যানেলভুক্ত বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছেন তিনি।

তার ভাই সাবেক অলরাউন্ডার জাহাঙ্গীর শাহ জানিয়েছেন, কয়েকদিন ধরেই ঠিক মতো খেতে পারছিলেন না নাদির শাহ। দুর্বলতার কারণে অন্যের সাহায্য নিয়ে চলতে হচ্ছিলো তাকে। ক্যান্সারের অবস্থা স্থিতিশীল থাকলেও শরীরে প্রোটিনের অভাব মেটানোর জন্য আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

এ বছরের শুরুতে নাদির শাহ ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন কলকাতায়। সে সময় ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ছিলেন তিনি। তখন তিনি ক্লিনিকালি বেশ স্থিতিশীল ছিলেন বলে জানা গেছে।

নাদির শাহ ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন।

Exit mobile version