Site icon Jamuna Television

অবসর নিলেন বাংলাদেশকে জয়বঞ্চিত করা স্টুয়ার্ট বিনি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। সেই সাথে বিদায় নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও।

স্টুয়ার্ট বিনিকে মনে রাখতে পারে বাংলাদেশের ক্রিকেটামোদীরা। ২০১৪ সালে ভারতকে মাত্র ১০৫ রানে অল আউট করেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। বলা ভালো, জিততে দেননি স্টুয়ার্ট বিনি। সাদামাটা মিডিয়াম পেসে মাত্র ৪ রানের খরচায় বিনি নিয়েছিলেন ৬ উইকেট আর বাংলাদেশ অল আউট হয়েছিল মাত্র ৫৮ রানে। এখন পর্যন্ত ওয়ানডেতে ভারতের হয়ে সেরা বোলিং ফিগারও এটি।

জানা গেছে, জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের ঘোষণা দিয়ে বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিনি।

২০১৪ সালে অভিষেক হয়েছিল এই অলরাউন্ডারের। তবে ২০১৬ সালের পর থেকে দেশের হয়ে আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। এর আগে ভারতের হয়ে ৬টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৭ বছর বয়সী বিনি।

Exit mobile version