Site icon Jamuna Television

ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টার পদত্যাগ

আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে মতাদর্শিক বিরোধের জেরে পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

সম্প্রতি ট্রাম্পের ঘোষিত বাণিজ্য যুদ্ধ নীতির তীব্র বিরোধী ছিলেন কোন। ইউরোপ থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে উচ্চহারে শুল্ক আরোপের বিপক্ষেও অবস্থান নেন ৫৭ বছর বয়সী অর্থনীতিবিদ। মুক্তবাণিজ্যের নীতিতে অটল থাকায় ট্রাম্পের সাথে সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটে কোনের। অবশ্য সম্প্রতি ট্রাম্পের কর সংস্কার নীতিতে মূল পরামর্শকের ভূমিকা পালন করেছিলেন তিনি। এক বিবৃতিতে কোন বলেন, মার্কিন জনগণের জন্য কাজ করতে পেরে গর্বিত তিনি। তবে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কোন মন্তব্য করা থেকে বিরত ছিলেন কোন।

Exit mobile version