Site icon Jamuna Television

বিরল দৃশ্যের জন্ম দিয়ে সেন্টার উইকেটে কিউইদের অনুশীলন

সেন্টার উইকেটে অনুশীলন করছে সফরকারী কিউইরা।

হতবাক করা ঘটনা ঘটেছে মিরপুরে। ম্যাচের দুইদিন আগে মিরপুরে সেন্টার উইকেটে অনুশীলন করার সুযোগ পেয়েছে কিউইরা।

সফরে এসে কোনো দল সেন্টার উইকেটে অনুশীলন করছে এমন দৃশ্য বিরল। সাধারণত স্বাগতিক দলকে দেখা যায় এই সুবিধা নিতে, তাও চুপিচুপি। কিন্তু নিউজিল্যান্ড করেছে প্রকাশ্যে। সেটাও আবার ম্যাচের দুই দিন আগে।

সফরে এসে মামার বাড়ির অনেক আবদার ছিল অস্ট্রেলিয়ার। এবার নিউজিল্যান্ড যেন একধাপ এগিয়ে। সফর করতে এসে তারা ভোগ করছেন স্বাগতিকের সুযোগ সুবিধা।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য এ নিয়ে কিছু বলেননি। তিনি কথা বলেছেন কেমন উইকেট চান, তা নিয়ে। বলেন, আমি কিউরেটর না। জেতাটা খুব গুরুত্বপূর্ণ। তবে ভালো উইকেটে খেলা প্রয়োজন। চাইবো ১৬০/৭০ রান হয় এমন উইকেটে যেন খেলা হয়।

বাংলাদেশের জন্য অবশ্য অস্বস্তির খবরও আছে। অজি সিরিজে ধারাবাহিক পারফর্ম করা আফিফ হোসেন ব্যথা পেয়েছেন ব্যাটিং অনুশীলনে। ব্যথা গুরুতর নয় বলে জানা গেছে।

Exit mobile version