Site icon Jamuna Television

চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে হামলা, গুলিবিদ্ধ ৪

চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে হামলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে হামলা এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চার জন, আহত হয়েছেন আরও কয়েকজন।

মূলত, ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজন করে এই শোক সভার। কিন্তু, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপ সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর পরপরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রলীগের এক পক্ষ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এ নিয়ে পদবঞ্চিতদের সাথে বিরোধ চলছে বেশ কদিন ধরে। শোক সভার একেবারে শেষ দিকে, পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ হঠাৎই হামলা চালায়। দুই পক্ষের মাঝে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটে হামলা আর গোলাগুলির ঘটনা।

/এস এন

Exit mobile version