Site icon Jamuna Television

‘পিয়ংইয়ং-এর নির্দেশেই কিম জং নামকে হত্যা’

উত্তর কোরিয়া সরকারের নির্দেশেই ভিএক্স নার্ভ এজেন্ট দিয়ে হত্যা করা হয় সর্বোচ্চ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নৌয়ের্ট এ দাবি করেন।

দেশটি যেনো রাসায়নিক কাঁচামাল আমদানি করতে না পারে সে লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞাও দিয়েছে ওয়াশিংটন। গেলো বছর কুয়ালালামপুর বিমানবন্দরে কেমিকেল স্প্রে’র প্রভাবে নিহত হন কিম নাম।

ফরেনসিক রিপোর্টে অবশ্য আগেই বলা হয়েছিলো ভিএক্স নার্ভ এজেন্টের বিষয়টি। তবে পিয়ংইয়ং এর ইন্ধন রয়েছে কিনা তা নিয়ে মুখ খোলেনি স্থানীয় পুলিশ।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আলাদা তদন্ত চালানোর পর এ রিপোর্ট প্রকাশ করলো। হত্যার অভিযোগে গ্রেফতার দুই নারীর বিচার চলছে মালয়েশিয়ার একটি আদালতে।

Exit mobile version