Site icon Jamuna Television

দেশে এসেছে সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ ডোজ টিকা

দেশে এসেছে সিনোফার্মের আরও প্রায় ৫৬ লাখ ডোজ টিকা

ছবি: সংগৃহীত

দেশে এসেছে সরকারের কেনা সিনোফার্মের আরও ৫৫ লাখ ৯৩ হাজার ৬৫০ ডোজ টিকা।

গত রাত আড়াইটার দিকে চীনের কাছ থেকে বাংলাদেশ সরকারের কেনা এই টিকা দেশে আসে। পরে একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে এই টিকা নিয়ে যাওয়া হয় গাজীপুরে।

এর আগে চীনের সিনোফার্ম থেকে সাড়ে সাত কোটি ডোজ টিকা কেনার চুক্তি করে বাংলাদেশ। এর মধ্যে দেড় কোটি ডোজ টিকার দামও পরিশোধ করে বাংলাদেশ। এই সিনোফার্মের টিকা নিয়ে বাংলাদেশীরা ওমরাহ হজ পালন করতে পারবেন। এ নিয়ে ঢাকার তরফে কূটনৈতিক তৎপরতাও চালানো হয়েছিল।

এনএনআর/

Exit mobile version