Site icon Jamuna Television

কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার পর্তুগালের ডিফেন্ডার

ছবি: সংগৃহীত

এবার যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার হয়েছেন পর্তুগালের ডিফেন্ডার রুবেন সেমেদো। অভিযোগকারী গ্রিসের ১৭ বছর বয়সী এক কিশোরী।

বর্তমানে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলা সেমেদোর বিরুদ্ধে মামলাও করেছেন এই কিশোরী। তার অভিযোগ, ঘটনা ঘটে সেমেদোর বাসায়। সেখানে তাকে মদ্যপ বানিয়ে অসামাজিক কাজে লিপ্ত হোন পর্তুগীজ ডিফেন্ডার। তবে সেমেদোকে নির্দোষ দাবি করেছেন তার আইনজীবী। ২০২০ সালে অভিষেকের পর পর্তুগালের জার্সিতে ৩টি ম্যাচ খেলছেন রুবেন সেমেদো।

এর আগে ২০১৯ সালে ডাকাতি, অপহরনের মতো ঘটনার দায় নিয়ে স্পেন ছেড়ে গ্রিসে যান এই ডিফেন্ডার।

Exit mobile version