Site icon Jamuna Television

প্রথম ব়্যাম্প শো’তে ভুল, মায়ের কাছে অঝোরে কেঁদেছেন কৃতি

সম্প্রতি মুক্তি পাওয়া 'মিমি' সিনেমার দৃশ্য।

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রীদের একজন কৃতি শ্যানন। অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। নানান ছবিতে মুখ্য নায়িকার ভূমিকায় দেখা গেলেও সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিমি’ ছবিতে তার অভিনয় আলাদাভাবে নজর কেড়েছে।

আজকের এই অবস্থান মোটেও সহজ ছিলো না। তারকা সন্তান কিংবা বলিউড ব্যাকগ্রাউন্ড না থাকায় বেশ কষ্ট করেই তাকে বর্তমানের জায়গায় পৌঁছাতে হয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি জানান, প্রথম ব়্যাম্প শোয়ে কোনোভাবে ভুল করেছিলেন তিনি। এতে তার উপর ক্ষিপ্ত হয়ে বিশ জন মডেলের সামনেই চিৎকার করে ওঠেন সেই শোয়ের কোরিওগ্রাফার। বেশ খারাপ ব্যবহারও করেন তার সঙ্গে। সেই অপমান সামলাতে পারেননি কৃতি।

তিনি আরও জানান, কেউ হঠাৎ বকা দিলেই চোখের পানি সামলাতে পারেন না তিনি। তাই সেখান থেকে বাড়ি ফেরার পথেই অটোতে বসার সঙ্গে সঙ্গেই ডুকরে কেঁদে ওঠেন তিনি।

বাড়ি ফিরেও মন শান্ত করতে বেশ সময় লেগেছিলো তার। সেদিন মায়ের কাছে বসেও কেঁদেছিলেন নায়িকা। তবে তাকে হেরে যেতে দেননি। বরং কৃতিকে আরও শক্ত করার পরামর্শ দেন তার মা। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে বলে সাহস জুগিয়েছিলেন তাকে।

Exit mobile version