Site icon Jamuna Television

উদ্বোধনী দিনে জয় পেয়েছেন ওসাকা

নাওমী ওসাকা। ছবি: সংগৃহীত

উদ্বোধনী দিনে জয় পেয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নাওমী ওসাকা। সরাসরি সেটে এই জাপানি তারকা হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ম্যারি বৌজকোভাকে।

সবশেষ গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওসাকা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। চারটি গ্রান্ডস্লামজয়ী ওসাকা প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। ওয়ার্ল্ড নাম্বার থ্রি ওসাকা দ্বিতীয় সেট জেতেন আরও সহজে। জেতেন ৬-১ গেমে।

১ ঘণ্টা ৩৩ মিনিট স্থায়ী হয় প্রথম রাউন্ডের ম্যাচ। টোকিও অলিম্পিকের শেষ ১৬ থেকে বিদায় নেয়া ওসাকা পরের রাউন্ডে খেলবেন সার্বিয়ার ওলগা দানিলোভিচের বিপক্ষে।

ইউএইচ/

Exit mobile version