Site icon Jamuna Television

আবারও এলপি গ্যাসের দাম বাড়াল বিইআরসি

ছবি: সংগৃহীত

এবার এক লাফে প্রতি বোতল এলপি গ্যাসের দাম ৪০ টাকা বৃদ্ধি করলো এনার্জি রেগুলেটরি কমিশন। আগামীকাল অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকে বারো কেজির প্রতি বোতলের জন্য গুণতে হবে ১ হাজার ৩৩ টাকা।

মঙ্গলবার (৩১ আগস্ট) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, সৌদি আরামকোর সাথে সামঞ্জস্য রেখেই দেশে এলপি গ্যাসের দাম নির্ধারণ করা হচ্ছে।

গত পাঁচ মাস ধরে প্রতি মাসেই এলপি গ্যাসের দাম ঠিক করে দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে আগস্টে এই দাম ছিল ৯৯৩ টাকা।

Exit mobile version