Site icon Jamuna Television

শাহ আমানতের রানওয়েতে ছিটকে পড়লো বিমান

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

এরপর তিন ঘন্টা বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থেকে আবারও চলাচলা স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির গণমাধ্যমকে বলেন, নৌবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণের সময় রানওয়ে থেকে সামান্য সরে গিয়েছিল। তবে আরোহীদের কেউ হতাহত হয়নি।

শাহ আমানত বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের আটটি ফ্লাইট ছাড়ার এবং নয়টি ফ্লাইট নামার কথা ছিল।

/কিউএস

Exit mobile version