Site icon Jamuna Television

বিড়ালের ফাঁদে ধরা পড়লো মেছোবাঘ

ধরা পড়া সেই মেছোবাঘ।

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার মাজবাড়ী‌তে সোহা‌গ নামে এক ব্যক্তির পোল্ট্রি ফার্মে বিড়াল ধরার লেহা‌র ফাঁদে ধরা পড়েছে এক‌টি মে‌ছোবাঘ।

‌সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে মাজবাড়ীর হা‌ড়িভাঙ্গা গ্রা‌মে‌র সোহা‌গের পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে। সকালে ঘটনা‌টি জানাজানি হ‌লে উৎসুক জনতা ভিড় জমায় বাঘ‌টি দেখ‌তে। পড়ে খবর পে‌য়ে কালুখালী থানা পুলিশ মেছোবাঘ‌টি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে।

মাজবাড়ী ইউপি চেয়ারম্যান শ‌রিফুল ইসলাম জানান, পোল্ট্রি ফা‌র্মের বিড়াল মারার ফাঁদে মে‌ছোবাঘ‌টি ধরা পড়ে। প‌রে পু‌লিশ সে‌টি‌কে থানায় নি‌য়ে গে‌ছে।

কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, ৯৯৯ এ ফোন পে‌য়ে দুপুর ১২টার দি‌কে মাজবাড়ী থে‌কে মে‌ছোবাঘ‌টি উদ্ধার ক‌রে নিরাপত্তাজ‌নিত কার‌ণে থানায় এনে রে‌খে‌ছেন। তারা বন বিভা‌গে খবর দি‌য়ে‌ছেন। বন বিভাগের কাছে মেছোবাঘ‌টি হস্তান্তর করা হবে।

/এস এন

Exit mobile version