Site icon Jamuna Television

ভাই হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

ভাই হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড।

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর থানায় আব্দুল খান (৫৫) নামে এক কৃষককে হত্যার দায়ে আপন ভাইসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর একটায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নিহতের সহোদর আরিফ খান (৩৭), মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের মজিবুল খান (৪৭), সাইফুল খান (৪২), শফি খান (৪৩) এবং আসাদুল হক (৩৬)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন রাত দুইটার দিকে দৌলতপুর উপজেলার বালিয়াসিসা গ্রামের নিজ ঘরে কৃষক আব্দুল হক খান ঘুমিয়ে থাকাকালীন পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ঘরে প্রবেশ করে আব্দুল হককে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে নাজমুল হক খান বাদি হয়ে দৌলতপুর থানায় উল্লেখিত পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১২ জুন এজাহার নামীয় আসামিদের রিরুদ্ধে করা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কৃষক আব্দুল হক খান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় একই পরিবারের সহোদর ভাইসহ পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

/এস এন

Exit mobile version